ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সিলেটে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের রাজনগর হাওর থেকে দুলাল খাঁ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ রাজনগরের বাসিন্দা সিদ্দিক খাঁ’র ছেলে।



বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার রাজনগর হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে দুলাল খাঁ’র মরদেহ ভাসতে দেখে কোম্পানীগঞ্জ থানায় খবর দেওয়া হয়। দুপুরে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নিহত দুলাল খাঁ একটি বিড়ি কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বন্ধুদের সঙ্গে রাজনগর বাজারে আড্ডা দেন দুলাল খাঁ। রাতে তিনি বাড়ি ফেরেননি। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।