চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই গণপিটুনির ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার দুপুরে স্থানীয় একটি আখক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
দুপুর সোয়া ১টায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই