ময়মনসিংহ: ময়মনসিংহে আলী হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।
নিহত আলী হোসেন শহরের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। তিনি স্থানীয় চর ভবানীপুর এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, স্থানীয় চর ভবানীপুর এলাকার রুবেলের কাছে ৫শ’ টাকা পেতেন আলী হোসেন। মঙ্গলবার রাতে তিনি ময়মনসিংহ শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন।
কিন্তু টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পথে রুবেলের নেতৃত্বে ৯ জন তাকে চর দুর্গাপুর এলাকায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
মঙ্গলবার রাতেই পুলিশ আলী হোসেনের মরদেহ উদ্ধার করে। এরপর বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আইনুদ্দিন (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএএম/জেডএস