ধুনট (বগুড়া): যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আব্দুল বারিক (৩৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল বারিক ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের অবলা প্রামাণিকের ছেলে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ সদরের মদনাবাড়ি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে তানিয়া খাতুন যমুনাকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেন আব্দুল বারিক।
বিয়ের পর স্ত্রীর কাছে অতিরিক্ত তিন লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। দাবিকৃত টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আব্দুল বারিক।
একপর্যায়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল বারিক স্ত্রী তানিয়া খাতুনকে মারধর করেন। আহত তানিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তানিয়া বাদী হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আব্দুল বারিককে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ