পাথরঘাটা (বরগুনা): সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইলিশ ধরার অপরাধে বরগুনার পাথরঘাটায় আবু ছালেহ নামে এক জেলেকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
আবু ছালেহর বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক বাংলানিউজকে জানান, বিষখালী নদীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় আবু ছালেহকে আটক করা হয়। পরে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএইচ