ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি এলাকায় বাঙ্গালি নদীতে ডুবে শ্যামলী খাতুন (৫) ও নীলা খাতুন (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, দুপুরে শ্যামলী ও নীলাকে বাড়ির পাশে বাঙ্গালি নদীর ঘাটে বসিয়ে রেখে কাপড় পরিষ্কার করছিলেন তাদের মা সাজেদা খাতুন। একপর্যায়ে শিশু দু’টি মায়ের অগোচরে ঘাট থেকে পানিতে পড়ে যায়। টের পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু জাফর জুয়েল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই