ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

বৃহস্পতিবার সকালে ফের শহীদ মিনারে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বৃহস্পতিবার সকালে ফের শহীদ মিনারে অবস্থান ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র অভিভাবক ঐক্য ফোরাম’র অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদর পক্ষে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে দিয়ে তিনি বলেন, আগামীকাল সকাল ৯টার পর অভিভাবক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হবেন। এখানকার অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, সকালে আমরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা করেছে- শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

শাহবাগ এলাকা থেকে আন্দোলনরত ১৬ শিক্ষার্থীকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ডিএমপি কার্যালয়ে পাঠানো হয়েছে উল্লেখ করে খালেদ সাইফুল্লাহ ওই শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস করে যাত্রা ডাক্তার হবেন, তারা দীর্ঘদিন পড়াশোনার ফলে ওয়েল ট্রেইনি ডাক্তার হতে পারবেন, কিন্তু ওয়েল এডুকেডেটেড ডাক্তার হতে পারবেন না।

বেশ কয়েক দিন ধরে ‘ফাঁস হওয়া প্রশ্নপত্রে’ নেওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় ‍পুলিশ ৩৫ শিক্ষার্থীকে আটক করে। এ বিষয়ে পুলিশের বক্তব্য, সড়ক অবরোধ করায় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এফবি/এইচএ

** আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক ৩৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।