ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীদের রেখে যাওয়া মালামাল দ্রুত সরিয়ে নেয়ার জরুরি নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
হজ যাত্রীদের মালামাল রাখার জায়গার ব্যবস্থা করতেই এ নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম.শেফায়েত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন সময় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স এর যাত্রীরা মালামাল গ্রহণ না করেই তা বিমানবন্দরে ফেলে রেখে গেছেন। এসব মালামাল যাত্রীদের মাঝে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (বিমান ও সিএ) সংশ্লিষ্টদের নিয়ে সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠানের নির্দেশনাও জারি করা হয়েছে।
ম.শেফায়েত আরও জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এ নির্দেশনা দেন তিনি।
বিমানবন্দর পরিদর্শনের সময় কয়েকটি এয়ারলাইন্স এর মালামাল যাত্রীরা যথাসময়ে সংগ্রহ না করায় বিমানবন্দরে জায়গার অভাব দেখতে পান সচিব। বিমানবন্দরে আগের রাখা মালামালের কারণে আগত যাত্রীদের মালামাল সংগ্রহে সমস্যার বিষয়টিও লক্ষ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএমএ/আরআই