ঢাকা: রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায় একটি ছয়তলা ভবনের সাতটি ফ্ল্যাটে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উত্তর নামাপাড়ার নাসির মিয়ার বাড়িতে (বাড়ি নম্বর- ক/২০০, গ/৫৮) এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকাল ৮টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল যাই। গিয়ে দেখি ভবনটির দোতলার তিনটি, তিনতলার একটি এবং পাঁচ তলার তিনটি ফ্ল্যাটে চুরি হয়েছে। তবে কোনো ফ্ল্যাটের দরজার বা ভেতরের আলমারির তালা ভাঙা নেই। চোরচক্রটি নকল চাবি দিয়ে ফ্ল্যাটে দরজা ও আলমারির তালা খুলে স্বর্ণারংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
তিনি আরও জানান, ফ্ল্যাটগুলোর বাসিন্দারা ঈদের ছুটিতে বাড়িতে গেছে। তাদের খবর দেওয়া হয়েছে। আপাতত নতুন তালা লাগিয়ে চাবিগুলো বাড়ির মালিকের বাসায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মালিক ও ফ্ল্যাটগুলোর বাসিন্দারা ফিরে এসে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ রিপন জানান, চোররা ফ্ল্যাটগুলো থেকে স্বর্ণাংকার ও বহনযোগ্য ছোট ছোট দামি জিনিসপত্র চুরি করেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসজেএ/আরএম