ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বিজিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বিজিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ১ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে বর্ডার গার্ড ‍বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিকালে দিদার হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কসবা রেলস্টশনে বিভিন্ন ব্যবসায়ী ও চোরাকারবারীদের কাছ থেকে চাঁদাবাজিকালে তাকে আটক করেন স্থানীয়রা।

 

আটক দিদার হোসেন কসবা উপজেলা সদরের গুরোহিত এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে কসবা রেলস্টেশনে বিজিবি কর্মকর্তা পরিচয় দিয়ে দিদার ও তার এক সহযোগী ভারতীয় পণ্যের ব্যবসায়ী ও চোরকারবারীদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। একপর্যায়ে সন্দেহ হলে দিদার হোসেনকে আটক করে জনতা। এ সময় তার সহযোগী পালিয়ে যায়।

পরে খবর পেয়ে বিজিবি-১২ এর কসবা বিওপি ক্যাম্পের একটি দল এসে তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবি-১২ এর অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।