ময়মনসিংহ: সৌদি আরব থেকে মোয়াল্লিম আমাদের ভুল তথ্য দিয়েছিলেন। তার খবর ঠিক নয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে এ কথা বলেন ময়মনসিংহের ত্রিশালের লতিফুর রহমান (৬০) ও জাহানারা বেগম (৫০) দম্পত্তির ছোট মেয়ে বুলবুলির স্বামী নেত্রকোণার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন খান।
এর আগে ২৮ সেপ্টেম্বর বিকেলে তিনি বাংলানিউজকে নিশ্চিত করেছিলেন সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে নিহত ময়মনসিংহের ত্রিশালের লতিফুর রহমান লতিফ (৬০) ও জাহানারা বেগম (৫০) দম্পতির মরদেহের সন্ধান পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বুধবার তিনি বলেন, আমার শ্বশুর লতিফুর রহমানের মরদেহ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সৌদি আরবে থাকা আমার সমন্ধি শাহজাহানের মাধ্যমে এখন জানতে পেরেছি, মুয়াল্লিম আমার শাশুড়ির মরদেহ ভেবে অন্য একজনের কথা বলেছিলেন।
কিন্তু ওই নারীর সঙ্গে আমার শ্বাশুড়ির মরদেহ মেলেনি। আমার শ্বাশুড়ি এখনো নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জেডএম