ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলে আটক ছবি: প্রতীকী

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে ৮টি ট্রলারসহ ১০৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবন সংলগ্ন সাগরের ফেয়ারওয়ে এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় পতাকাবাহী ট্রলারসহ ওই জেলেদের আটক করে নৌবাহিনীর একটি দল।



দুপুরে বাগেরহাটের মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার রাতে একই এলাকা থেকে ৫টি ট্রলারসহ ৬১ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। পরে তাদের মধ্যে একজন আত্মহত্যা করেন।

বুধবার দুপুরে ওই ৬০ জনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মঞ্জুর এলাহী।

ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।