ঢাকা: ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড তদন্তে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলমকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন ডিবির চারটি জোনের (উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও পরিদর্শকরা।
মুনতাসিরুল ইসলাম বলেন, ডিএমপির পক্ষ থেকে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাবেলা হত্যাকাণ্ড তদন্তে কাজ করছে ডিবি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক তাবেলাকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। তাবেলা নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আসিসিও কোঅপারেশনের একটি প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসজেএ/এইচএ