আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সাত্তার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকটি রেললাইনের পাশে ছিটকে পড়ে মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর