ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরের মতো জরিমানা ব্যবস্থা চান মেয়র আইভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সিঙ্গাপুরের মতো জরিমানা ব্যবস্থা চান মেয়র আইভী মেয়র আইভী

ঢাকা: সিঙ্গাপুরের মতো কঠোরভাবে জরিমানা চালু করেই নদীরক্ষা ও পরিবেশ দূষণ ঠেকাতে হবে বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী।

রোববার (০৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের আয়োজনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।



নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ দূষণে পদক্ষেপ নিতে তিনি যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন, সেসব আলোচনায় এনে জরিমানার পক্ষে মত দেন মেয়র।

নৌমন্ত্রী শাজাহান খান ও উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশে মেয়র বলেন, সিঙ্গাপুর কঠোরভাবে জরিমানা জারি করতে করতেই আজ এমন উন্নত অবস্থায় পৌঁছেছে। নারায়ণগঞ্জে বালুর ট্রাকগুলোর ব্যবস্থা করতে হবে। বালুগুলো যত্রতত্র ফেলা হয়। নদীগুলোতে আবর্জনা ফেলে ভরে ফেলা হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এর প্রতিকার করতে হবে। জেল-জরিমানা ছাড়া কোনো উপায় নেই।

তিনি বলেন, নারায়ণগঞ্জে শুধু নয়, দেশের বিভিন্ন স্থানেই আমি মনে করি এমন সমস্যা হচ্ছে। তাই সবাইকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মেয়র বলেন, টাইলস বসানো ফুটপাত দিয়েছি। সরকারের উন্নয়নের ছোঁয়া সব জায়গায়। কিন্তু সেসব বিফল হয়ে যাবে যদি পরিবেশ রক্ষায়, নদীর দূষণরোধে কঠোর না হতে পারি। এজন্যই আমি জরিমানার কথা বলছি।

জবাবে নৌমন্ত্রী সংশ্লিষ্টদের এসব বিষয়ে আরও সচেতন হতে বলেন। তিনি বলেন, আমিও মনে করি-কিছু জেল-জরিমানা চালু রাখা উচিৎ। বাধ্য না করলে অনেকেই নিয়ম মানতে চান না।

ঢাকার চারদিকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর তীরে গড়ে ওঠা শিল্প-কারখানার বর্জ্য, গৃহস্থালি, ট্যানারি, হাসপাতাল ও ডাইং কারখানার বর্জ্য থেকে নদীকে দূষণমুক্ত করার লক্ষে এ সভা আহ্বান করে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।