ঢাকা: বিদেশি নাগরিক হত্যাকারীদের মুখোশ শিগগির উন্মোচন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (০৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে তিনি এ কথা জানান।
বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও আমরা নগরবাসী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান সবসময়ই সচেষ্ট।
তিনি বলেন, ৭১’র ষড়যন্ত্রকারীরা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। যে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় হলো, প্র্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব সম্মান দিলো, সেই সময়ই দেশকে অস্থিতিশীল করতে বিদেশি নাগরিকদের হত্যা করা হলো।
মন্ত্রী বলেন, যেমনভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ২১ আগস্ট হামলার বিচার হয়েছে, তেমনভাবেই বিদেশি নাগরিক হত্যার বিচারও হবে। অতি শিগগির হত্যাকারীদের মুখোশ উন্মোচন করা হবে।
স্বাধীনতা পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম লেবু’র সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী, শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সাজাহান ইসলাম সাজুসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসএস/এফবি/আরএইচ