ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২৮ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
চাঁদপুরে ২৮ জেলের কারাদণ্ড ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২৮ জেলেকে আটক করা হয়েছে।

পরে তাদের মধ্যে ১৯ জনকে এক বছর করে ও নয় জনকে এক মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।



এরআগে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে নদীর লগ্গী মারার চর থেকে চরভৈরবী পর্যন্ত এলাকা থেকে এ জেলেদের আটক করা হয়।

পরে রোববার দুপুর ১২টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এবং নৌপুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ।

এক মাসের দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ইব্রাহীম, শাহ আলম, মো. শাহ আলম শেখ, রাজিব, আল-আমিন, মোহম্মদ, মো. মানিক, মো. জাহিরুল ইসলাম, আ. রহমান।

এক বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল, ইউছুফ আলী, ফালগুন দর্জি, নুর আলম, ইমরান খান, মোতালেব মোল্লা, ইলিয়াছ, আক্কাছ আলী, আল-আমিন, মনির হোসেন, মো. সফি, দেলোয়ার, সানাউল্যাহ, মনির বেপারী, আকাশ, মামুন মিজি, মো. হোসেন, মোক্তার হোসেন ও কানা মিয়া।

চাঁদপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বাড়ি চাঁদপুর সদর উপজেলা, শরীয়তপুর জেলার সখিপুর ও হাইমচর উপজেলায়। তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।