ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু আইনের সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শিশু আইনের সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু নির্যতন বন্ধে শিশু ও প্রতিবন্ধী শিশু অধিকার এবং সুরক্ষা আইনের সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)।
 
রোববার (০৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাশিকপ’র সহ-সভাপতি সেলিনা খালেক, এম আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল করিম চৌধুরী জিন্নাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, এম আর মাহবুবসহ আরও অনেকে।
 
এতে দেশব্যাপী ঘটে যাওয়া শিশু নির্যাতনগুলোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে শিশু উন্নয়ন ও শিশুবান্ধব রাষ্ট্র গঠনের স্বার্থে পৃথক শিশু মন্ত্রণালয়, শিশু নির্যাতন রোধ, শিশুদের শ্রম থেকে বিরত রেখে শিক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসএস/এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।