ঢাকা: শিশু নির্যতন বন্ধে শিশু ও প্রতিবন্ধী শিশু অধিকার এবং সুরক্ষা আইনের সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)।
রোববার (০৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে দেশব্যাপী ঘটে যাওয়া শিশু নির্যাতনগুলোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে শিশু উন্নয়ন ও শিশুবান্ধব রাষ্ট্র গঠনের স্বার্থে পৃথক শিশু মন্ত্রণালয়, শিশু নির্যাতন রোধ, শিশুদের শ্রম থেকে বিরত রেখে শিক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসএস/এফবি/আরএইচ