ঢাকা: মেডিকেলে পুন:পরীক্ষার দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখান থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যাবেন ছয়জনের একটি প্রতিনিধি দল।
রোববার (০৪ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা প্রথমে পরীক্ষার ফল বাতিল ও পুন:পরীক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরে সেখান থেকে শাহবাগ আসার সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে চত্বরে প্রবেশ করেন।
ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আলী ইমাম বলেন, শুধু মেডিকেল পুন:পরীক্ষার দাবিই নয়, আমরা এখানে এসেছি নিজেদের মান-সম্মান ও জীবন বাঁচানোর তাগিদে। রাস্তায় হাঁটতে ভয় পাই, কেউ যদি প্রশ্ন করে কতো টাকা দিয়ে প্রশ্ন কিনেছিলে? আর যারা প্রশ্ন পেয়ে ভর্তি হয়েছেন, তারা রোগীদের কি সেবাইবা দেবেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত মাহমুদ আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এ দাবি আদায় করতে না পারলে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরা হারবে না, হেরে যাবে আমাদের শিক্ষা-স্বাস্থ্যের অধিকার, হেরে যাবে নৈতিকতাবোধ।
এসময় শিক্ষার্থীরা ‘যদি হয় প্রশ্ন ফাঁস, পড়ব কেন বার মাস?’ ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, রি এক্সাম রি এক্সাম’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচআর/জেডএফ/আরএইচ