ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পূজায় নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই তৎপরতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
পূজায় নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই তৎপরতা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তা দিতে এখন থেকেই তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে একটি চক্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে শুরু হচ্ছে দুর্গাপূজা। দেশ অস্থিতিশীল করার এই চক্রান্তের সময় দুর্গাপূজায় বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা আজ বৈঠকে বসবো। দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই ফাঁক-ফোকর খোঁজা হচ্ছে।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গাপূজা।
 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএমএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।