ঢাকা: রাজধানীর গুলশানে আলমগীর হোসেন (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আলমগীর গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে।
রোববার (৪ অক্টোবর) সকালে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান আরিফ বাংলানিউজকে জানান, সকাল ৭টায় গুলশান থানার ৯৩ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্ত্রীর বরাত দিয়ে তিনি আরও জানান, আলমগীর হোসেন একটি গেস্ট হাউজে কাজ করতেন। কিছু দিন আগে তিনি চাকরিচ্যুত হয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই আরিফুর।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এজেডএস/আরএম