সাতক্ষীরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইটিইউ পুরস্কার লাভ করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। আরও অংশ নেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল হক ও জেলা শ্রমীকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ প্রমুখ।
মিছিলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, তরুণলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি