ঢাকা: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।
এ সময় মন্ত্রী মেডিকেলের প্রশ্নফাঁসের ব্যাপারে ওঠা অভিযোগকে ‘গুজব’ বলে অভিহিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজে অনুসন্ধান করেছি এ ব্যাপারে। হাইকোর্টে যে অভিযোগ করা হয়েছিল, সেটিও খারিজ হয়ে গেছে। জাফর ইকবালসহ সম্মানিত ব্যক্তিরা আমাদের জিজ্ঞাসা করতে পারতেন এ বিষয়ে। কিন্তু তারা তা করেননি।
এসময় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবর পড়ে শুনিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সবাই শোনা কথায় অভিযোগ করছেন। চিলে কান নেওয়ার মতো অবস্থা। কোনো প্রমাণ নেই প্রশ্ন ফাঁসের। সবাই হাওয়ার উপরে কথা বলছেন। অমুকের মুখে শুনেছি ধরনের কথা।
শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেখানে বসতে চায়, কথা বলতে চায়- দিতে বলেছি। এরপর আর কোনো ঝামেলা হয়নি তাদের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫/আপডেট: ১৫৪৭ ঘণ্টা
এসকেএস/আরএইচ
** মেডিকেলে পুন:পরীক্ষার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান