ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্মপাশায় এক জুয়ারির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ধর্মপাশায় এক জুয়ারির কারাদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় লিয়াকত আলী (৪৫) নামে এক জুয়ারিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল হক এ দণ্ডাদেশ দেন।



লিয়াকত উপজেলার সদর ইউনিয়নের দশদরী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ধর্মপাশা উপজেলার সদর ইউনয়নের লংকা পাথারিয়া এলাকায় একদল লোক জ‍ুয়া খলছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়াখেল‍ার সাড়ে ৩ হাজার টাকাসহ লিয়াকতকে আটক করে পুলিশ। তবে এ সময় অন্যান্য জুয়ারিরা পালিয়ে যায়।

পরে রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতে হজির করা হলে লিয়াকতকে ২০ দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক মো. নাজমুল হক। একইসঙ্গে জব্দ করা সাড়ে ৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

ধর্মপাশা থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. গোলাম কিবরিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।