রামু (কক্সবাজার): দুর্নীতির অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় অগ্রযাত্রা নামে একটি এনজিও’র অফিস ঘেরাও করে তালা লাগিয়ে দিয়েছে জনগণ।
রোববার (০৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ বিক্ষোভ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ও ইকোর অর্থায়নে বন্যা ও ঘূর্ণিঝড় কোমেনে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি সহায়তা প্রকল্পের শর্ত বিহীন অর্থ বিতরণে বিভিন্ন মহল থেকে এ অনিয়মের অভিযোগ ওঠে। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার কাউয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেওয়ার কথা।
কিন্তু ঝড়ে আসলেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাদ দিয়ে নিজেদের মনগড়া তালিকা তৈরি করে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ গুরা মিয়া ও আবু তাহের।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, তিনিও বিষয়টি শুনেছেন। জামায়াত-শিবিরের সঙ্গে আতাত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে নগদ অর্থ বিতরণ করছে অগ্রযাত্রা।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই