সিলেট: সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
রাজনের মা লুবনা বেগমের সাক্ষ্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে সাক্ষ্য দেন রাজনের চাচা আল আমিন।
এছাড়া স্থানীয় বাসিন্দা জিয়াউল হক, মাসুক মিয়া ও ইশতিয়াক চৌধুরীরও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলবে বলে বাংলানিউজকে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মফুর আলী।
এর আগে বৃহস্পতিবার একই আদালতে সাক্ষ্য দেন রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও এসএমপির জালালাবাদ থানার বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম।
এ সময় আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা করেন অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, আলী হায়দার ফারুক, আখতারুজ্জামান ও শাহ আলম।
বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।
রোববার আদালতে মামলার চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে ১০জন উপস্থিত ছিলেন। সৌদি আরবে আটক মামলার প্রধান আসামি কামরুলসহ তিনজন পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, আগামী ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও সাক্ষ্য নেওয়া হবে। মামলার মোট সাক্ষী ৩৮ জন।
গত ৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্মম নির্যাতনের ২৮ মিনিটের ভিডিওচিত্র পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সিলেটসহ দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এরপর জড়িকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ।
এদিকে গত ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলার চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এনইউ/এএএন/এমএ