ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিংগাইরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সিংগাইরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফাহিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।



রোববার (৪ অক্টোবর) সকালে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ফাহিমা আক্তার উপজেলার চান্দহর ইউনিয়নের চকপাল পাড়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে এবং পার্শ্ববর্তী চরবার্তা গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ বছর আগে সৌদি প্রবাসী চরবার্তা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকনের সঙ্গে ফাহিমার বিয়ে হয়। খোকন কয়েক মাস আগে ছুটিতে দেশে আসে। সম্প্রতি খোকন জমি কেনার জন্য ফাহিমার বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ফাহিমার পবিরারের দাবি এর জের ধরে ফাহিমাকে শনিবার রাতে খোকন ও তার পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করে।

ফাহিমার বোনের স্বামী রায়হান জানান, শনিবার রাত ২টার দিকে ফাহিমার শ্বশুর তার মোবাইলে ফোন করে জানান, তার শালিকা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনিসহ ফাহিমার পরিবারের সদস্যরা এলাকার কয়েকজন লোককে সঙ্গে নিয়ে খোকনদের বাড়িতে যান। এ সময় তারা ঘরে ফাহিমার মৃতদেহ দেখতে পান। তবে, সে সময় খোকনের বাড়ির লোকজন সেখানে ছিলেন না। মোবাইল ফোনে তাদের সঙ্গে

যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে রোববার ভোরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি অভিযোগ করে বলেন, তার শালিকা ফাহিমা যদি আত্মহত্যা করেই থাকবে তাহলে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কেন। তারা ফাহিমাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে জানান, মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে যে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। এছাড়া ফাহিমার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।