ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গানে-স্লোগানে শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
গানে-স্লোগানে শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও আবার ভর্তি পরীক্ষার দাবিতে গানে-স্লোগানে রাজধানীর শাহবাগে চলছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেছেন।



রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ চত্বরে অবস্থান নেন।
দুপুর থেকে তারা দেশাত্মবোধক ও প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন স্লোগানে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে কর্মসূচি চলাকালে রোগী ও লাশবাহী গাড়ি যেতে সহায়তা করছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপি দিতে যাওয়া দলটিতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- মোহাইমিনুল নিয়ন, আবু সায়েম দোসর, সাদিয়া আফরিন, আসিফ বিন ত্বাকী ও পিংকী। অভিভাবকদের মধ্যে রয়েছেন- আশরাফ কামাল ও বোরহান উদ্দিন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপি প্রদানের পরও ইতিবাচক কোনো সিদ্ধান্ত না
এলে তারা ঘরে ফিরে যাবেন না। গত কয়েকদিন আন্দোলনকারীদের বিপরীতে পুলিশের ভূমিকা আক্রমণাত্মক থাকলেও আজ (রোববার) তারা নমনীয়।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও আবার ভর্তি পরীক্ষার দাবির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।