ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ধুনটে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী কারাগারে ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলায় শুকুর আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকাল ৯টার দিকে উপজেলার হটিয়ারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুকুর আলী ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বগুড়া সদরের বড়িয়া গ্রামের চুমকি খাতুন ও শুকুর আলীর বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও কনে পক্ষ পাঁচ হাজার টাকা দেয়। পরে যৌতুকের বাকি টাকা দিতে না পারায় প্রায়ই শুকুর আলী তার স্ত্রীকে মারধর করতেন।

এরই ধারাবাহিকতায় ১০ মে রাতে ফের নির্যাতনের শিকার হন চুমকি।   এরপর বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় আদালত থেকে শুকুর আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।   এর পরিপ্রেক্ষিতে  সকালে শুকুর আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।