রাজবাড়ী: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে রাজবাড়ীতে ছয় জেলেকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৪ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-পাবনার সুজানগরের নুরুজ্জামান শেখ (৪৫), সুজানগরের টিপু প্রামাণিক (৩০), কানাই প্রামাণিক (৪৫), ঢালার চরের ইয়াকুব মণ্ডল (৪৬), আব্দুল বাতেন (২৮) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার মো. ফজলু শেখ (৪৭)।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বাংলানিউজকে জানান, শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়ার পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়।
পরে রোববার দুপুর পৌনে ১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/আরএ