ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিদেশিদের নিরাপত্তায় সতর্ক পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সাতক্ষীরায় বিদেশিদের নিরাপত্তায় সতর্ক পুলিশ

সাতক্ষীরা: সাতক্ষীরায় অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। একই সঙ্গে তাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।


 
রোববার (৪ অক্টোবর) দুপুরে বিদেশিদের সঙ্গে জেলা পুলিশের বৈঠকে এ কথা জানানো হয়।  
 
বিদেশি নাগরিকদের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরার স্থানীয় বেসরকারি সংস্থা ‘অগ্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুস সবুরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করে পুলিশ প্রশাসন।
 
অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বাংলানিউজকে জানান, অগ্রগতি সংস্থার তত্ত্বাবধানে ১২ বিদেশি নাগরিক আন্তর্জাতিক সংস্থা ভিএসও’র পক্ষে সাতক্ষীরার মানুষের জীবনমান ও সমস্যা নির্ণয়ে কাজ করছেন।  
 
তাদের নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুরে তাদের নিয়ে পুলিশ সুপার আলোচনায় বসেন।  
 
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সাতক্ষীরায় ২১ বিদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের নিয়ে পুলিশ সুপার আলোচনায় বসেছিলেন। তাদের সাবধানে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তায় পুলিশ সতর্ক থাকবে।  
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।