রাজশাহী: রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) একটি দল শনিবার (০৩ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তবে রোববার (০৪ অক্টোবর) স্থানীয় পুলিশ বলছে, অভিযানের কথা শুনলেও এ বিষয়ে কিছুই জানেন না তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার তারিক হাসানের বাড়িতে অভিযান চালায় ডিএমপি গোয়েন্দা শাখার একটি দল।
এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ ৫০০ টাকা মূল্যমানের জালনোট, তিনটি জাল টাকা তৈরির মেশিন, জাল টাকা তৈরির কাগজ ও একটি কম্পিউটার জব্দ করা হয়। এক যুবককে আটক করা হলেও তার পরিচয় জানাতে পারেনি ওই সূত্রটি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ’
এ বিষয়ে ডিএমপি তাদের সহায়তা চায়নি বলেও জানান তিনি।
এদিকে আরএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার (এআইজি) আতিকুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, ‘ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল ছায়ানীড় আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে। তবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
তিনি বলেন, অভিযান শেষে দলটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সেখানেই তাদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএস/এমএ