ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট: দক্ষিণ আফ্রিকায় জুনেল আহমদ (৪০) নামের এ ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

গত শুক্রবার (০২ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকার আফিটন শহরে জুনেল আহমদ খুন হন।

নিহত হওয়ার খবর শনিবার তার পরিবারের কাছে পৌঁছায়।

জুনেল সিলেট নগরীর উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের টুলটিকর ৩২/বি বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের গুলিতে জুনেলের এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

পরিবার সূত্র আরো জানায়, প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন জুনেল। সেখানে ওয়ারিটন শহরে বসবাস করতেন তিনি। ঘটনার দিন আফিটন শহরে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। গত শুক্রবার রাতে বন্ধুর দোকানে বসা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে জুনেল ও তার বন্ধু গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুনেল মারা যান।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নিহত জুনেলের আত্মীয় এস এম ইসলাম শেরুলের বরাত দিয়ে পরিবার সূত্র জানায়- সোমবার ময়না তদন্ত শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।