ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বাস খাদে পড়ে আহত ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
নেত্রকোনায় বাস খাদে পড়ে আহত ২৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২৮ যাত্রী আহত হয়েছেন।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



গুরুতর আহতদের মধ্যে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের হান্নান, বারেক, আব্দুল হাকিমের মেয়ে মর্জিনা (২৬), মদনের আব্দুল কুদ্দুছের ছেলে নয়ন (৩৫), মদনের মনির উদ্দিনের স্ত্রী রোকসানাকে (৫০) প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) পাঠানো হয়েছে।
 
বাকিরা হলেন- মদন উপজেলার বিভিন্ন গ্রামের মহিম উদ্দিনের স্ত্রী সখিনা (৫০), ইসলাম উদ্দিন (৭০), তিয়শ্রী গ্রামের গাজী মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ, রাসেলের স্ত্রী সীমা (১৯), আব্দুর রহমান (৭০), রুবেলের স্ত্রী মুক্তা, আব্দুল হেকিমের স্ত্রী মুক্তা (২০), শিউলী (৫০), হেকিমের ছেলে রুবেল (২৬), রাজাবাড়ী গ্রামের ইছাক আলীর ছেলে এমদাদুল (৩৫), আটপাড়া উপজেলার শামছু মিয়া (৭০), জালাল উদ্দিনের ছেলে সোহরাফ (২৮), তেলিগাতী গ্রামের চাঁনফুর ছেলে একলাছ (৩২), হরমুজ আলীর ছেলে বাবুল, মালেক (৫০), কাঁচাপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. হোসেন (২৫), মোহনগঞ্জ উপজেলার নগেন্দ্র বর্মণ (৬০), বিরামপুর গ্রামের হারুনের ছেলে জহিরুল, বারহাট্টা উপজেলার আবু আহম্মদের স্ত্রী সাহারা (৫০), খালিয়াজুরী উপজেলার মিরাজ আলীর ছেলে শফিকুল (৩৫), নেত্রকোনার পৌর এলাকার পারলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে মনি (১২) ও কান্দাপাড়া গ্রামের আদম আলীর ছেলে আব্দুল ছোবহান। এরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স স্বপ্না আক্তার বাংলানিউজকে জানান, দুপুরে মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নেত্রকোনায় যাচ্ছিল। এ সময় সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ২৮ যাত্রী আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।