ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে ৬ অটোরিকশা চালককে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সারিয়াকান্দিতে ৬ অটোরিকশা চালককে জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া): লাইসেন্স ও সঠিক কাগজপত্র না থাকায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে সিএনজি চালিত অটোরিকশার ছয় চালককে এক হাজার দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যয় হাসান এ জরিমানা করেন।



সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মো. কায়েম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে লাইসেন্স ও সঠিক কাগজপত্র না থাকায় সারিয়াকান্দি-বগুড়া সড়কের বাঙালি নদীর ব্রিজের পশ্চিম পাশ থেকে ছয় চালককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে দুইশ’ টাকা করে মোট এক হাজার দুইশ’ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।