বগুড়া: বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক দুইজন হলেন- শহরের নিশিন্দারা চকরপাড়া গ্রামের বকুল খাঁর ছেলে আফতাব খাঁ (৩৮) ও সেউজগাড়ি আমতলা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুজ্জামান ওরফে রসি।
ওসি আমিরুল ইসলাম জানান, সদর উপজেলার হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড ও সেউজগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮০বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করা হয়।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমবিএইচ/এমএ