ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সরকারি অন্দরমহলে আলো জ্বালাবে তথ্য অধিকার আইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সরকারি অন্দরমহলে আলো জ্বালাবে তথ্য অধিকার আইন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারি অন্দরমহলে আলো জ্বালাবে তথ্য অধিকার আইন।

রোববার (৪ অক্টোবর) তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



ইনু বলেন, প্রশাসনের অন্দরমহলে আলো ফেলে প্রবেশ করার অধিকার দেয় তথ্য অধিকার আইন। তবে সরকারি কর্মকর্তাদের মধ্যে আনেক আগের মানসিকতায় যারা রয়েছেন তারা এই আইনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না।

যে কারণে ২০০৯ সালে যাত্রাশুরু করলেও এখনো ভালোভাবে তথ্য কমিশন তথ্য অধিকার প্রয়োগ করতে পারছে না। তবে ধীরে ধীরে তথ্য সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে তথ্য অধিকার আইন ভূমিকা রাখবে, বলেন ইনু।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র আগে গোপনীয়তার আলখেল্লায় ঢাকা ছিলো। এখন সেখান থেকে বের হয়ে আসছে। ভূল তথ্য, ধামাচাপা তথ্য, বিকৃত ও অসম্পূর্ণ তথ্যের বিভ্রাট দ‍ূর করবে তথ্য অধিকার আইন।

ইনু বলেন, গণতন্ত্র বলতে আইনের শাসন, সুশাসন ও স্বশাসন এই তিনটি বিষয়কে বুঝায়। এই তিনটি অধিকার নিশ্চিত করতে হলে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।

এসময় মন্ত্রী বলেন, তথ্য জানতে চাওয়া জনগণের নাগরিক অধিকার। কোনো সরকারি কর্মকর্তা জনগণকে তথ্য না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চান মন্ত্রী।

তিনি আরও বলেন, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে উত্তরণের যে অঙ্গীকার সরকার করেছে, তারই ধারাবাহিকতায় গণমাধ্যম সম্প্রসারণ ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন- তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, তথ্য সচিব গোলাম মর্তুজা, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কারক) নজরুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৯টায় তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে একটি ৠালি উদ্বোধন করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এফবি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।