ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাইফ মল্লিক (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইব্রাহিম মল্লিকের ছেলে।



রোববার (৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
শ্রীপুরের নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুর রহমান বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে শিশুটি খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে পরিবার ও আশপাশের লোকজন তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।