ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পূজায় নিরাপত্তা

প্রয়োজনে বিজিবি, থাকবে কোস্ট গার্ডও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
প্রয়োজনে বিজিবি, থাকবে কোস্ট গার্ডও আসাদুজ্জামান খাঁন কামাল / ফাইল ফটো

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের বড় ‍উৎসব আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে বিজিবি ও কোস্টগার্ডকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (০৪ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকের পর তিনি এ কথা জানান।



গত বছর পূজায় বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও সাম্প্রতিক সময়ে দুই বিদেশি নাগিরক হত্যাকাণ্ডের পর এই প্রথমবারের মতো পূজা উপলক্ষে কোস্টগার্ড মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিগত সময়ের মতো বিজিবিকে প্রস্তুত রাখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে।

‘ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেভাবেই কাজ করছি,’ বলেন তিনি।  

আসাদুজ্জামান খান কামাল বলেন, গত বছর ৮ হাজার ৩০০টি পূজা মণ্ডপ ছিল। এবার তার চেয়েও বেশি হবে বলে আমরা ধারনা করছি।  

এদিকে প‍ূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার রাজধানীতে ২২২টি প‍ূজা মণ্ডপ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, গত বছর পূজা মণ্ডপ ঘিরে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে এবারও সেভাবে নিরাপত্তা দেওয়া হবে।

‘আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় যেসব বাহিনী রয়েছে এবার তারাও প‍ূজার নিরাপত্তায় থাকবে। পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপ‍াশি ফায়ার সার্ভিসও নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ’

তিনি বলেন, প্রয়োজনে  বিজিবি নামানো হবে, কোস্টগার্ডকেও কাজে লাগানো হবে। যাতে প‍ূজা মণ্ডপ, প্রতিমা তৈরিসহ সব ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আম‍াদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবো। নিরাপত্তা দেওয়ার জন্য যত ব্যবস্থা আছে তা দেওয়া হবে। দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়টি মাথায় নিয়েই কাজ করবো।

বৈঠকে স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকার পুলিশ কমিশনারিএমা. আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও প‍ূজা উদযাপপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।