বরিশাল: নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন না যেতেই বরিশালে কমতে শুরু করেছে ইলিশের দাম।
শনিবার (১০ অক্টোবর) জেলার একমাত্র পাইকারি বাজার পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের দাম চড়া থাকলেও বোরবার তা বেশ কমে এসেছে।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় কমতে শুরু করেছে ইলিশের দাম।
রোববার পাইকারি এ বাজার ঘুরে দেখা যায়, শনিবারের তুলনায় মণপ্রতি ২ থেকে ৪ হাজার টাকা কমেছে ইলিশের দাম। তবে এখনো খুচরা বাজারে দাম চড়া।
সূত্র জানায়, টানা ১৫ দিন মা ইলিশ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা শেষে শনিবার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ আসতে শুরু করে। সারাদিনে ৭শ থেকে ৮শ মণ ইলিশ আসে বাজারে। কিন্তু রোববার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এর চেয়ে বেশি ইলিশ এসেছে। ফলে কমছে দাম।
বিক্রেতারা জানান, শনিবার এ বাজারে বড় সাইজের (৬শ’ থেকে ৯’শ গ্রাম) ইলিশ মণপ্রতি ৩০ হাজার টাকা বিক্রি হলেও রোববার বিক্রি হচ্ছে ২৭ হাজার টাকায়। এছাড়া মাঝারি আকারের মাছ (৩শ থেকে ৬শ গ্রাম) ২৪ থেকে ২৬ হাজার টাকায় স্থলে বিক্রি হচ্ছে ২২ হাজার টাকা দরে। এর চেয়ে ছোট আকারের ইলিশের দর মণপ্রতি ২০ হাজার। তবে জাটকা বিক্রি হচ্ছে ৮ হাজার টাকা মণে।
এদিকে, খুচরা বাজারে ইলিশের দাম বেশি থাকায় অনেকেই পাইকারি এ বাজার থেকে খুচরা মূল্যে ইলিশ কিনতে দেখা যায়। ফলে আড়ৎগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে।
বরিশাল জেলা মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি অজিত কান্তি দাস বাংলানিউজকে জানান, এখন যতো দিন যাবে দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সামনে অমাবস্যা। তবে খুব বেশি দাম কমবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর