নীলফামারী: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ- এ স্লোগানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র ইমেজ প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল ও ইমেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শামসুন্নাহার বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ। পরে একই স্থানে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে ক্রীড়া, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কণ, গল্প বলা, সঙ্গীত প্রতিযোগিতাসহ সেমিনার রয়েছে।
এদিকে কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী।
ফরিদা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি নাছিমা বেগম, সহকারী অধ্যাপক শায়লা পারভীন, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ