ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পরিবহন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ফরিদপুরে পরিবহন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শংকরপাশা নামকস্থান থেকে কৃষ্ণ চন্দ্র পোদ্দার (৪৫) নামে পরিবহন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে পরিবারের লোকজন হাত বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।


  
পরে পুলিশ খবর পেয়ে ব্যবসায়ীর গ্রামের বাড়ি চুমুরদী থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবহন ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মনোরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি ফরিদপুর-আলফাডাংগা রুটে চলাচলকারী ভোরের আলো পরিবহনের মালিক।
 
কৃষ্ণ চন্দ্র পোদ্দারের বড় ভাই স্বপন কুমার পোদ্দার জানান, পরিবহন ব্যবসায়ী কৃষ্ণ দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন মিনিবাসে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করত। তার বাসটি ফরিদপুরের বিভিন্ন সড়কে চলাচল করত। রোববার সকালে ফরিদপুর থেকে তার বাসের ট্রিপ থাকায় সে ভোর ৫টার দিকে গ্রামের বাড়ি চুমুরদী স্ট্যান্ড থেকে একটি অজ্ঞাত মাইক্রোতে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭টার দিকে নগরকান্দার শংকরপাশা এলাকায় তার মরদেহ পড়ে থাকেত দেখে স্থানীয়রা নগরকান্দা থানায় খবর দেয়।

এ সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে চল‍াচলরত বাস শ্রমিকেরা তার মরদেহ চিনতে পেরে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ভাঙ্গা থানার চুমুরদী গ্রাম থেকে মরদেহের ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীর মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার পর খবর পেয়ে আমরা তার গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
  
 নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, নিহতের হাত বাঁধা ছিল। তার ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে।   তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।