ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যশোর যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
যশোর যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বাগেরহাটের মংলা থেকে অপহরণের ৫ বছর পর এক কিশোরীকে যশোর যৌনপল্লী থেকে উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তিন জনকে আটক করা হয়।



রোববার (১১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, যশোর শহরের মাড়োয়ারি মন্দির সংলগ্ন যৌনপল্লীর ১নং গলির নাইটগার্ড আবুল কাশেম (৫৯), তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫) ও শহরের খালধার রোড এলাকার হিরা (২৫)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়ার্ডন লিডার কাওসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়েটির বাবা-মা তাদের কাছে লিখিত অভিযোগ দেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের মাড়োয়ারি মন্দির সংলগ্ন যৌনপল্লীতে অভিযান চালিয়ে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়েটির বাড়ি বাগেরহাটের মংলা থানার নারিকেলতলা এলাকায়।

৫ বছর আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চেতনানাশক ওষুধ খাইয়ে রাবেয়া ও আঞ্জু নামে দুই নারী ওই কিশোরীকে অপহরণ করেন। এরপর থেকে তাকে যশোর যৌনপল্লীতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।