ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘ট্রিপল মার্ডার’ মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
‘ট্রিপল মার্ডার’ মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার একই পরিবারে তিন জনকে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে কুমিল্লা আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবাবুর রহমান এ কারাদণ্ড দেন।



কুমিল্লার আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত চার জনের মধ্যে দু’জন কারাগারে বন্দি ও বাকি দু’জন পলাতক রয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মোখলেছুর রহমান ও অহিদুর রহমান কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন নোয়াব মিয়া ও খোরশেদ আলম।

২০০১ সালের ১৭ সেপ্টেম্বর দ্বেবিদার উপজেলার হাড়শাল এলাকার দুলাল চন্দ্র দাস, তার স্ত্রী চারুকলা দাস ও মেয়ে আঁখি রানী দাসকে হত্যার দায়ে আদালত চার জনকে এই কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫ (আপডেট: ২০৩৫ ঘণ্ট)
টিআই







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।