বান্দরবান: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর ও বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এ দিবসে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/আরএ