সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাজার এলাকা থেকে তিনশ’ গ্রাম হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন- সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত নূরুল ইসলাম আকন্দের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ (৩০) ও সারিয়াকান্দি পৌরসভার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাহমুদুল ইসলাম সবুজ।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল উপজেলার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাহমুদুল ও মাসুদ রানাকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে তিনশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আটক যুবকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/আরএ