ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে কন্যা শিশু দিবসের র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ধুনটে কন্যা শিশু দিবসের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫ 
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।