পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের দ্বিতল ভবনের তৃতীয় তলা নির্মাণ কাজ শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।
পটুয়াখালী জেলা পরিষদের বরাদ্দকৃত ২০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাব ভবনটির তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন, পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোসফিকুর রহমান, পৌর মেয়র ডা.শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যনার্জী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় ‘দৈনিক পটুয়াখালী বার্তা’ পত্রিকার ষষ্ঠ বছর পূর্তির কেক কাটেন সচিব আবদুল মালেক।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/টিআই