ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গী থেকে অপহৃত যুবক কালিয়াকৈরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টঙ্গী থেকে অপহৃত যুবক কালিয়াকৈরে উদ্ধার

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অপহৃত যুবক আবু তোয়াফ বাবুকে (২৫) কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

আবু তোয়াফ ঢাকার খিলক্ষেত এলাকার মো. আলী আশরাফের ছেলে।



শনিবার (১৭ অক্টোবর) বিকেলে অচেতন অবস্থায় কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকার খিলক্ষেত থেকে গাজীপুরের টঙ্গীর বাস্তহারা এলাকায় কাজে আসেন আবু তোয়াব। এ সময় তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যান অপহরণকারীরা। পরে আবু তোয়েবের বাড়িতে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়।

এরপর অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে তার পরিবার গাজীপুর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশের দুইটি টিম গাজীপুরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। পুলিশের তৎপরতা বুঝতে পেরে অপহরণকারীরা টাকার পরিমাণ কমিয়ে দেড় লাখ টাকা দাবি করেন।

সেই টাকাও না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের নন্দনপার্কের পাশে তাকে ফেলে পালিয়ে যায়।
পরে গাজীপুর গোয়েন্দা পুলিশ নন্দন পার্ক এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়ইপাড়া এলাকার ফাতেমা ক্লিনিকে ভর্তি করেছে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিঠু শেখ জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের পিছু নিলে ভয়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যান তারা। তবে,অপহরণকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।