ঢাকা: খেলাঘর ঢাকা মহানগর কমিটির সম্মেলন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মহানগর কমিটির সভাপতি শ্যামল দত্তকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদকে আহবায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের মহড়াকক্ষে খেলাঘর ঢাকা মহানগর কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মহানগর কমিটির সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম অপুসহ মহানগরের সব শাখা আসরের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসআর